শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১৯৭৯-৮০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পুর্নমিলনী ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার বিকেলে বিদ্যালয়ের হল রুমে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। অনুষ্টানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল জলিল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিষ্টার ড. সোহরাব আলী, করতকান্দি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম-আরা পারভীন প্রমুখ।

আলোচনা শেষে অতিথিদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়। কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

(এআরপি/এএস/মার্চ ২৭, ২০১৫)