পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, জেলা কমিটির উদ্যোগে এক প্রাক-বাজেট আলোচনা সভা-২০১৫-১৬ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টায় চেম্বার অব কমার্স মিলনায়তনে সভায় আগামী জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ জনসেবা খাত সমূহে বরাদ্দ বৃদ্ধি এবং কর ব্যবস্থা সম্পর্কে তৃনমুল মানুষের দাবি তুলে আনতে মুল আলোচনা পত্র উপস্থাপন করেন সুপ্র জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান মুন্না।

সুপ্র জেলা কমিটির সভাপতি গৌতম রায় চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাকিম হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: মনিরুজ্জামান নাসিম,অ্যাড. মাহমুদ হোসেন শুকুর, মুক্তিযেদ্ধা হারুন অর রশিদ, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিশু, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সিকদার, পিডিএফ-এর পরিচালক রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদ সভানেত্রী মনিকা মন্ডল, নারীনেত্রী হোসনে আরা ঝর্না, ইমরান হোসেন টারজান প্রমুখ।

(এসএ/এএস/মার্চ ২৭, ২০১৫)