লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপির শিয়েরবর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে ও শালনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি পলাশ মোল্যা(৩৫) একই গ্রামের মোহম্মদ মোল্যার কাছে পাটের ব্যবসা বাবদ ১৫ হাজার টাকা পেত।পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বুধবার (২৫ মার্চ) বিকালে পলাশের সাথে মোহাম্মদ মোল্যার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদের নেতৃত্বে মানিক মোল্যা, খোকন মোল্যা সহ ১০/১২ জনের একদল দুবৃর্ত্ত লাঠি-সোটা নিয়ে পলাশের ওপর হামলা চালিয়ে মাথাসহ শরিরের বিভিন্ন অংশে পিটিয়ে গুরুতর আহত করে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার দুপুরে ঢাকায় প্রেরন করা হলে মাওয়া ঘাট এলাকায় পৌঁছালে তার মৃত্যূ হয়। যুবলীগ নেতার মৃত্যুকে এলাকায় শোখের ছায়া নেমে এসেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান ঘটনার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে ও জড়িতদের আটকের চেষ্টা চলছে। এদিকে লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক নজরুল শিকদার,শালনগর ইউপির যুবলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম ও সম্পাদক মঈনুল ইসলাম রনি এক বিবৃতিতে যুবলীগ নেতা পলাশের মৃত্যুতে শোক প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

(আরএম/এসসি/মার্চ২৭,২০১৫)