লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে  পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দ্বীন মোহাম্মদ জিহাদ নামের একজন গুলিবিদ্ধ ও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোর রাতে উপজেলার উত্তর জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এসময়  ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে । জিহাদ চন্দ্রগঞ্জ থানার রাজারামঘোষ গ্রামের রুহুল আমিনের ছেলে ।

শুক্রবার সন্ধ্যায় জিহাদ ও তার কয়েকজন সহযোগী নিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরার পথে তাদেরকে নোয়াখালীর চাটখিলের ইটপুকুরপাড় এলাকায় আটক করে থানা পুলিশ। পরে থানা পুলিশ শনিবার ভোরে জিহাদকে নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। জিহাদ বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনাস্থলে জিহাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জেলার সহকারী পুলিশ সুপার(সদর) জুনায়েদ কাউসার জানায়, জিহাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় খুন অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

(ওএস/পিবি/মার্চ ২৮,২০১৫)