স্পোর্টস ডেস্ক, ঢাকা : কাওয়াসাকি ফ্রানটালে ও ইয়োসহিতো অকুবুকে দলে নিয়ে জাপানের কোচ আলবার্তো জেচেরোনি বিশ্বকাপ ফুটবলের দল ঘোষণায় চমক উপহার দিয়েছেন। প্রায় ২ বছর তারা ছিলেন না। তবে জাপানের দলে চোখ থাকবে এর কারণ এসি মিলানের কেইসুকে হোন্ডা, ইন্টারমিলানের ইউটু নাগাটোমো ও ম্যানচেস্টার ইউনাইটেডের শিনঝি কাগাওয়া রয়েছেন।

জাপান সোমবার ২৩ সদস্যর বিশ্বকাপ দল ঘোষণা করেছে। জাপানের লিগে ভালো করে অকুবু জাতীয় দলে জায়গা পেয়েছেন। এ ছাড়া ইউরোপে নাগাটোমো, হোন্ডা ও কাগাওয়া আলো ছড়িয়েছেন। ফলে ব্রাজিল বিশ্বকাপেও তাদের কাছে বাড়তি চাওয়া থাকবে কোচের।

জাপানের বিশ্বকাপ দল :

গোলরক্ষক- এইজি কাওয়াসিমা, সুসাকু নিশিকাওয়া, সুইচি গোন্ডা।

ডিফেন্ডার-ম্যাসাটো মরিশিগে, ইয়াসুইউকি কোন্নো, ইউটু নাগাটোমো, মায়া ইয়োসিডা, মাসাহিকো ইনোহা, অ্যাটসুটো উচিদা, হিরোকি সাকাই, গোটোকু সাকাই।

মিডফিল্ডার-ইয়াসুহিতো এন্ডো, কেইসুকে হোন্ডা, শিনঝি কাগাওয়া, ম্যাকোটো হাসিবে, হিরোসি কিয়োটাকে, হতারু ইয়ামাগুচি, তোসিহিরো অইয়ামা, মানাবু সাইটো।

ফরোয়ার্ড : শিনঝি ওকাজাকি, ইয়োইচিরো কাকিটানি, ইয়োয়া ওসাকা, ইয়োসিতো অকুবু।

(ওএস/পি/মে ১২,২০১৪)