ঝালকাঠি প্রতিনিধি : জেলার সংসদ সদস্য বিএইচ হারুন এমপি বলেছেন, ‘খালেদা জিয়া সংলাপের দরজায় তালা লাগিয়ে দেশের নিরীহ মানুষ পুড়িয়ে মারছে।’

শনিবার সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ার ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী তার অফিসের সামনে গিয়ে কথা বলতে চেয়ে ছিলেন, অনেক খন দাড়িয়ে থাকলেও খালেদা জিয়া দরজার তালা না খোলায় সংলাপের পথ তখনই বন্ধ হয়ে যায়।

এ অনুষ্ঠানে তার সাথে ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক সিকদার, ভাইস চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, থানা অফিসার ইনজার্জ শেখ মুনীর উল গীয়াস, সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাফর আলী খান, ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. জাকির হোসেন, শিশির দাস, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. হাবিবুর রহমান উজির সিকদার, মো. তরুন সিকদার, মো. জিয়া ইসলাম মিরবহর, মোস্তাফিজুর রহমান মুকুল, মো. আব্দুল হাই সরদার, মো. অপু সিকদার, মো. নুরু সরদার, মো. সরোয়ার হোসেন বাদলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/মার্চ ২৮, ২০১৪)