স্পোর্টস ডেস্ক, ঢাকা : টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে গত দুই বছর ধরে ধারাবাহিক পারফরমেন্স করা ব্যাটসম্যান আজহার আলীকে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স উপহার দেয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

দ্য ডনকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আজহার আলী নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে এবং সরফরাজ তার ডেপুটি হিসেবে থাকবে। বোর্ড মনে করছে, পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য সে-ই যোগ্য ব্যক্তি। আর সরফরাজকে ভবিষ্যত নেতা হিসেবে তৈরি করার জন্য সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়।’

পিসিবি সূত্র আরও জানায়, আজহার আলী টেস্টে অধিনায়ক মিসবাহ উল হকের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরদিকে সরফরাজ আহমেদ টি-টোয়েন্টিতে শহিদ আফ্রিদির ডেপুটি হিসেবে থাকবেন। লাহোরে জন্মগ্রহণ করা ৩০ বছর বয়সী আজহার আলী ২০১৩ সালে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন। দেশের হয়ে ১৪ ওয়ানডেতে ৪১ গড়ে ৪৫২ রান করেন তিনি। এছাড়া ৩৯ টেস্টে ৪১.৩১ গড়ে ২ হাজার ৮৫১ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

(ওএস/পি/মার্চ ২৮, ২০১৫)