স্পোর্টস ডেস্ক, ঢাকা : বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন ব্যাটারি ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৫ম জাতীয় সিনিয়র প্রমীলা কুস্তি। পল্টন কাবাডি স্টেডিয়ামে ২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। বিভিন্ন জেলা ও সার্ভিসেস দলসহ মোট ২৩টি দল থেকে পুরুষ ও প্রমীলা বিভাগে ২শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন এবারের প্রতিযোগিতায়।

এবারের জাতীয় কুস্তি প্রতিযোগিতা পুরুষ ৮টি ও প্রমীলা ৮টি মোট ১৬টি ওজন শ্রেণীতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ফেডারেশন কার্যালয়ে অংশ নেয়া খেলোয়াড়দের শারীরিক ওজনগ্রহণ করা হবে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস অ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার(ডন)। আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ব্যাটারির কান্ট্রি সোল এজেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম, ওয়ালটনের ক্রীড়াদূত জোবেরা রহমান লিনু, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মেসবাহ উদ্দিন আজাদ।

(ওএস/পি/মে ১২,২০১৪)