স্পোর্টস ডেস্ক, ঢাকা : সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ভারত। তাই নির্ধারিত সময়ের চার দিন আগেই বাড়ি ফিরলেন ধোনি-কোহলিরা। শনিবার বাড়ি ফিরেই মেয়ে জিবাকে কোলে নিয়ে সন্তান সুখানুভব করলেন মহেন্দ্র সিং ধোনি। দেড় মাস পর বাবার কোল পেল জিবা৷

ভারতের অস্ট্রেলিয়া সফরের শেষ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময় বাবা হন ধোনি। ৬ ফেব্রুয়ারি গুরগাঁও-এর এক বেসরকারি হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন ধোনি পত্নি সাক্ষী। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে মেয়েকে দেখতে দেশে ফেরেননি ভারত অধিনায়ক। শনিবার ভোরে দিল্লিতে পা-রেখেই নিজের শহর রাঁচির বিমান ধরেন ধোনি৷এই প্রথম মেয়ের মুখদর্শন করেন তিনি৷

ভারতীয় ক্রিকেটের ফাস্ট লেডি ও ধোনি তাঁদের মেয়ের নাম দেন জিবা৷এর আগে সাক্ষী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর মেয়ে ছবি পোস্ট করলেও এই প্রথম মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করেলন ধোনি। এপ্রিলের শুরুতে আইপিএল নিয়ে ব্যস্ত হওয়ার আগে কয়েকটা দিন মেয়ের সঙ্গে একান্তে কাটাতে চান মাহি।

(ওএস/পি/মার্চ ২৯, ২০১৫)