চট্টগ্রাম প্রতিনিধি : নাশকতায় জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম রয়েছেন। বাকি দুইজন বিএনপি কর্মী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, শনিবার রাতভর সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের এক নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের পর থেকে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।

(ওএস/পিবি/মার্চ ২৯, ২০১৫)