নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ দলের  অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে বরণ করে নিতে জন্মস্থান নড়াইলবাসী  জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ৭ অথবা ৮ এপ্রিল মাশরফি নড়াইলে আসবেন । তিনি হেলিকপ্টারযোগে নড়াইলে পৌঁছানোর পর তার বাড়ি সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে ও সংবর্ধনা দেওয়া হবে। সেই সাথে তার গর্বিত পিতা গোলাম মোর্তজা স্বপন এবং রত্নগর্ভা মা হামিদা বেগম বলাকাকেও সংবর্ধনা দেওয়া হবে। মাশরাফিকে বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থানে অসংখ্য তোরণ নির্মাণ করা হবে।

শনিবার বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় মাশরাফির গর্বিত পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাস সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(টিএআর/পিবি/মার্চ ২৯,২০১৫)