নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পরীক্ষনে ভুল করায় ২১ জন পরীক্ষককে পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল যাচাই করে উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় বিভিন্ন বিষয়ের মোট ২১ জন কলেজ পরীক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা বিধানের লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান।

(ওএস/এস/মে ১২, ২০১৪)