স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে একের পর এক আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেয়ার ধারাবাহিকতা বজায় রইল বিশ্বকাপের ফাইনালেও! বিশ্বকাপের গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে আম্পায়রদের ভুল সিদ্ধান্ত ছিল চোখে পরার মত। কোয়ার্টার ফাইনালের ভারত-বাংলাদেশ ম্যাচটিকে ধরা হচ্ছে এ বিশ্বকাপের সবথেকে বাজে আম্পায়ারিংয়ের ম্যাচ!

তাছাড়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে আম্পায়াররা দুটো ভুল সিদ্ধান্ত দিলে পরবর্তী রিভিউ নিয়ে বেঁচে যায় ব্যাটসম্যানরা। টুর্নামেন্টের সফল দু আম্পায়ার কুমার ধর্মেসেনা এবং রিচার্ড ক্যাটেলবরা বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার দায়িত্ব নেন। কিন্তু সেখানেও ভুল সিদ্ধান্ত! খেলার ২০তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বল ইলিয়টের পায়ে লাগলে আম্পায়ার ধর্মসেনা আউট দিয়ে দেন। পরে ইলিয়ট রিভিউ নিলে বেঁচে যান ইলিয়ট কেননা বল স্ট্যাম্পেই ছিল না!

(ওএস/পি/মার্চ ২৯, ২০১৫)