স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথমবারের জন্য মাদ্রিদ ওপেন জেতার স্বাদ পেলেন রাশিয়ার তারকা মারিয়া শারাপোভা রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে৷ বিশ্বের প্রাক্তন একনম্বর ১-৬, ৬-২, ৬-৩ ম্যাচ জিতে ক্লে কোর্টে টানা এগারোটি ম্যাচ জিতলেন৷

এর আগে ক্লে কোর্টে সেরেনা উইলিয়ামসের কাছেই হারতে হয়েছিল শারাপোভাকে৷ এদিন সিমোনা হালেপ শুরু করেছিলেন দারণভাবে৷ প্রথম সেটে শারাপোভাকে দাঁড়াতেই দেননি তিনি৷

দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেন রাশিয়ান তারকা৷ দ্বিতীয় সেট জেতার পর মাশা আত্মবিশ্বাস ফিরে পান৷তৃতীয় সেটও সহজেই জিতে নেন শারাপোভা৷ এক ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ের শেষে মাদ্রিদ ওপেন জিতে নেন রাশিয়ান তারকা৷২০১৩ সালে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শারাপোভা৷ ২০১৪-য় ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি৷

ফাইনাল জেতার পর শারাপোভা বলেন, ‘চোটআঘাত থাকলে কোর্টে ফিরে আসা খুবই কঠিন৷ আমার কাছে ফাইনালে পৌছনোই অন্যরকমের ব্যাপার৷ ফাইনালে পৌঁছনোই আমার কাছে গর্বের ব্যাপার৷’ ফাইনালে অবশ্য এদিন লড়েই জিততে হল শারাপোভাকে৷

(ওএস/পি/মে ১২,২০১৪)