পিরোজপুর প্রতিনিধি  : পিরোজপুরের নাজিরপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে রবিবার নাজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত জানুয়ারি মাসে একটি গাড়ি ভাংচুর মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কিছু দিন আগে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদারকে ২৪ মার্চ একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। এলাকাবাসি ও প্রতক্ষদর্শী জানায়, গতকাল রাত থেকেই গোয়েন্দা পুলিশ তার সরকারি বাসভবন নজরদারির আওতায় আনে। রবিবার সকাল থেকে তার বাসভবন পুলিশ ঘিরে রাখে। দুপুর সাড়ে এগারোটা দিকে উপজেলা পরিষদের সাধারন সভায় যাবার জন্য বের হলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সভায় নজরুল ইসলাম খানের সভাপতিত্ব করার কথা ছিলো। বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন নজরুল ইসলাম খানকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

(এসএ/পিবি/মার্চ ২৯,২০১৫)