পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে স্কুল শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে মৃত্যুশয্যায় গৃহবধূ সূপর্না বড়াল (২৮)। নির্যাতনের শিকার হয়ে ওই গৃহবধূর মা গৌরি রানী বড়ালও আহত হয়েছেন।

গৃহবধুর মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের কুহুদাসকাঠি গ্রামের সুকদেব মন্ডলের সাথে ঝালকাঠি তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিবেশী মুকুন্দ রায়ের সাথে জমিজমা বিরোধ চলে আসছিল। রবিবার সূপর্না তার মা গৌরিকে সাথে নিয়ে বসতঘর সংস্কার করতে গেলে মুকুন্দ তাতে বাধা দেয়। এক পর্যায়ে মুকুন্দ ও তার সহযোগী সুনিল মিস্ত্রী সূপর্না ও তার মায়ের উপর শাবল ও রড দিয়ে হামলা চালায়। এসময় শাবলের আঘাতে সূপর্নার মাথা ফেটে যায়। এছাড়াও হামলাকারীদের এলোপাথাড়ি আঘাতে মা মেয়ে উভয়েই অর্ধবিবস্ত্র অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সূপর্নার শারিরিক অবস্থা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন চন্দ্র মন্ডল জানান, গৃহবধূটির মাথায় মারাত্নক জখম হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট পাওয়ার পরে অবস্থা বোঝা যাবে। এছাড়াও শরীরে এলোপাথাড়ি আঘাতে তলপেটে তার পূর্বের সিজারিয়ান এর স্থানে ব্যাথার সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনায় গৃহবধূর মা গৌরি রানী বড়াল বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলা রুজু করা হয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

(এএফ/পিবি/মার্চ ২৯,২০১৫)