নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাত ৯ টার দিকে নওগাঁর ধামইরহাটে ৪০৫ পিচ নেশাজাত ক্যাস্পুলসহ আব্দুর রাজ্জাক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা মোঃ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৪০৫ পিচ এ্যাম্পুলসহ উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃত রাজ্জাককে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

(বিএম/পিবি/মার্চ ২৯,২০১৫)