নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর ধামইরহাটে অপহরণের ৩০ ঘন্টার মধ্যেই অপহৃত কিশোর আইনুল সরকার (১৪)কে  নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার  দুপুরে ধামইরহাট পুরনো বাজার থেকে মুদি ব্যবসায়ী রেজাউল করিমের ছোটভাই আইনুল সরকার (১৪)কে মুক্তিপণের দাবিতে অপহরণ করে একদল দূর্বত্তরা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা মোঃ আব্দুস সালাম জানান, শুক্রবার জুমার নামাজের সময় মুদি ব্যবসায়ী রেজাউলের ছোট ভাই আইনুল সরকার নিমতলী মোড়ে আসে। এর কিছুক্ষন পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে রাত ১০ টায় দোকান মালিক বড় ভাই রেজাউলের নিকট মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি থানায় জানালে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু হরে। রবিবার ভোর সকালে তাকে নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

(বিএম/পিবি/মার্চ ২৯,২০১৫)