স্পোর্টস ডেস্ক, ঢাকা : অ্যাতলেটিকো মাদ্রিদ হঠাৎই হোঁচট খেতে শুরু করল কেন। আর মাত্র চার পয়েন্ট পেলেই লা লিগা জিতে নিতে পারত দিয়েগো সিমিওনের ছেলেরা৷

মালাগাকে হারিয়ে, বার্সার বিরুদ্ধে ড্র করলেই চলত৷ রবিবার মালাগা ও অ্যাতলেটিকোর ম্যাচ ১-১ শেষ হওয়ায় শেষ ম্যাচেই নির্ধারিত হবে লা লিগার ভাগ্য ৷রবিবার নিজেদের মাঠে মালাগার বিরুদ্ধে প্রথমটায় পিছিয়েই পড়েছিল অ্যাটলেটিকো।

৬৫ মিনিটে গোল হজম করতে হয় দিয়েগো সিমিওনের ছেলেদের৷ মালাগার স্যামুয়েল গেলটি করেন৷ এর ঠিক ৯ মিনিট পরেই টবি অ্যালডারভিরেল্ডের গোলে সমতা ফেরায় অ্যাতলেটিকো৷ বলা ভাল ম্যাচটা ড্রয়ের কোলে ঢলে পড়ায় রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচে অ্যাতলেটিকো৷

তবে খেলার শেষের দিকে মালাগার ওপর চাপ তৈরি করেও জয় ছিনিয়ে নিতে পারেননি সিমিওনের ছেলেরা৷ ম্যাচটা ড্র হওয়ায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে অ্যাতলেটিকো৷ পরের সপ্তাহে বার্সেলোনার বিরুদ্ধে কেবল ড্র করলেই কেল্লা-ফতে৷ তবুও ন্যু ক্যাম্পে কাতালানদের সঙ্গে লড়াইটা মোটেও সহজ হবে না৷

পয়েন্ট তালিকায় অ্যাতলেটিকো ও বার্সেলোনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি৷ খেতাব জিততে হলে বার্সা-অ্যাতলেটিকো ম্যাচে শেষ হাসি হাসতে হবে বার্সেলোনাকে। ড্র করলেই ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিতে পারবে অ্যাতলেটিকো। বার্সেলোনা জিতলে তাদের পয়েন্ট অ্যাতলেটিকোর সমান হলেও, কাতালানরা লিগ জিতবে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডের সৌজন্যেই৷

উল্লেখ্য, গত জানুয়ারি ভিসেন্তে কালদেরনে বার্সা-অ্যাতলেটিকো ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। অ্যাতলেটিকো লিগ চ্যাম্পিয়ন হলে তা হবে রিয়াল-বার্সার বাইরে ২০০৪ সালের পর তৃতীয় কোনো শক্তির খেতাব জয়। দশ বছর আগে শেষবারের মতো লা লিগায় রিয়াল-বার্সার বাইরে থেকে শিরোপা জিতেছিল ভ্যালেন্সিয়া।

(ওএস/পি/মে ১২,২০১৪)