টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলি করে ও ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

রবিবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার সোহাগপাড়া এলাকার জুঁই-জুথী ফিলিং স্টেশনের ম্যানেজার সামসুদ্দিন জানান, সকালে ৫০ লাখ টাকা অগ্রণী ব্যাংক ক্যাডেট কলেজ শাখায় জমা দিতে পাঠান ফিলিং স্টেশনের মালিক হাজী হুমায়ূন কবীর। নিজস্ব প্রাইভেটকারে এই টাকা নিয়ে যাচ্ছিলেন হুমায়ূন কবীরের আত্মীয় আফসার মল্লিক।

তিনি জানান, পথিমধ্যে ক্যাডেট কলেজের বাস স্টেশন এলাকায় পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত প্রথমে ফাঁকা গুলি ও পরে ককটেল ফাটিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা চলে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, 'টাকা উদ্ধারের চেষ্টা চলছে।'

(ওএস/এটিআর/মার্চ ২৯, ২০১৫)