নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় গৃহবধূ মোর্শেদা বিবিকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে রাস্তার পাশে ফেলে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার নামা-পৌঁওতা গ্রাম থেকে এরশাদ আলী (২৫), তার স্ত্রী সীমন্তি (২০) এবং নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী (পিরোজপুর) থেকে সীমন্তির বড় ভাই আবু সাঈমকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। মোর্শেদা হত্যার ঘটনায় তার স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়ে এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান,গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহত মোর্শেদা সুদের ব্যবসা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুদের টাকা লেনদেনের জের ধরে গৃহবধূ মোর্শেদা বিবিকে হত্যা করা হতে পারে। উল্লেখ্য গৃহবধূ মোর্শেদা বিবি (৪০) আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পৌঁওতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী । বৃহস্পতিবার বিকেলে বড় মেয়ে-জামাইয়ের বাড়ি আদমদীঘি উপজেলার ছাতনি গ্রামে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। শনিবার সকালে রাণীনগর উপজেলার সোনাকানিয়া নামক স্থান থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

(বিএম/পিবি/মার্চ ২৯,২০১৫)