নরসিংদী প্রতিনিধি : ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নরসিংদীর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ‘মেজবান’ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পুলিশ বিভাগ।

রবিবার দুপুরে পুলিশ লাইন নরসিংদীতে আয়োজিত মেজবান অনুষ্ঠানে জেলার ৫শতাধিক মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মেজবান অনুষ্ঠানের আগে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর-১ আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য ও নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংরক্ষিত নারী আসনের সাংসদ রহিমা আক্তার, নরসিংদী-৩ আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

(ওএস/এটিআর/মার্চ ২৯, ২০১৫)