সাতক্ষীরা প্রতিনিধি : ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৫ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দীন চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মতিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুল আহসান, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহম্মেদ, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপ কমিটির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ সভাপতি প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, প্রভাষক মুর্শিদা আক্তার, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, মরিয়ম মান্নান প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌরসভা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মতিউর রহমান। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতি দেশ ও জাতিকে ধ্বংস করে। যদি আমরা সবাই মিলে দুর্নীতিবাজদের ঘৃণা করি, তাহলে তারা (দুর্নীতিবাজ) দুর্নীতি করতে পারবে না। তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে। এজন্য দুর্নীতি দমন করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

(আরকে/এএস/মার্চ ২৯, ২০১৫)