স্পোর্টস ডেস্ক : আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কারণে ঘরের মাঠে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট মিস করবেন সাকিব।

এদিকে আগামি মাসে বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান। এ কারণে বিশ্বের সেরা অলরাউন্ডারকে পাবে না শাহরুখ খানের দল। তবে পাকিস্তান সিরিজের আগের প্রথম ২ দুই ম্যাচের জন্যে সাকিব কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।

৮ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেনে সাকিবের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ইডেনেই পরের ম্যাচ ১২ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর বিপক্ষে। প্রথম দুই ম্যাচ শেষে দেশে ফিরে ক্যাম্পে যোগ দিবেন সাকিব।

১৫ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। ২২ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করতে পারে ২ দল।

(ওএস/এটিআর/মার্চ ২৯, ২০১৫)