মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকদার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে নানামুখি উন্নয়নের কারণে ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্তমানে সরকারের কৃষি বান্ধব নীতির কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন।’

রবিবার দুপুরে শহরের নোমানী ময়দানে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী প্রমুখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষি বান্ধব নীতির কারণে দেশে এখন অল্প জমিতে অধিক ফসল উৎপাদিত হচ্ছে। ফসল উৎপাদনে কৃষি বিজ্ঞানী ও মাঠ কর্মীরা মাঠে গিয়ে সরাসরি কৃষকদের নানা পরামর্শ দেয়ায় কৃষকরা সঠিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে পারছেন।

তিনি এসময় কৃষকদের পাশে থেকে দেশকে আরো এগিয়ে নিতে কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মেলা উপলক্ষে শহরে বের হয় বর্নাঢ্য র‌্যালি। এবারের মেলায় মোট ৩০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, ফল ও ফসল, কৃষি তথ্য উপস্থাপিত হচ্ছে।

(ওএস/এটিআর/মার্চ ২৯, ২০১৫)