আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় রেববার বিকেলে গৌরনদী থানায় মামলা দায়ের হয়েছে।

সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির বাদি হয়ে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈকত গুহ পিকলু, আগৈলঝাড়া যুবলীগ নেতা লালু মেম্বরসহ যুব ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে ওই মামলায় আসামি করা হয়েছে।

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার হাওলাদার জানান, সোহান ইসলাম মনিরের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর ও নগদ দুই লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্ঠা চলছে।

(টিবি/এসসি/মার্চ২৯,২০১৫)