স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জয় করেছেন প্যারিস সেঁ জার্মেইয়ের সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। টানা দ্বিতীয়বারের মত এই স্বীকৃতি ও ট্রফি পেয়েছেন তিনি।

প্যারিস সেঁ জার্মেইও টানা ২ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জয় করেছে। এখনও মৌসুমের ১টি ম্যাচ বাকি রয়েছে। ইব্রা সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন। আর অলটাইম ক্লাব (সর্বকালের) রেকর্ডও ভেঙেছেন তিনি। আর্জেন্টাইন ফুটবলার কার্লোস বিয়ানচি ১৯৭৮ সালে ৩৯ গোল করেছিলেন।

ইব্রার পারফরমেন্সে প্যারিস সেঁ জার্মেই লিগ শিরোপা ধরে রাখতে পেরেছে। বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। ১৩ বছরের মধ্যে ৯টি জাতীয় লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। ইব্রা এর আগে খেলেছেন আয়াক্স, জুভেন্তাস, ইন্টারমিলান, বার্সেলোনা ও এসি মিলানে।

(ওএস/পি/মে ১২,২০১৪)

প্যারিস সেঁ জার্মেইয়ের সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জয় করেছেন। টানা দ্বিতীয়বারের মত এই স্বীকৃতি ও ট্রফি পেয়েছেন তিনি।

প্যারিস সেঁ জার্মেইও টানা ২ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জয় করেছে। এখনও মৌসুমের ১টি ম্যাচ বাকি রয়েছে। ইব্রা সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন। আর অলটাইম ক্লাব (সর্বকালের) রেকর্ডও ভেঙেছেন তিনি। আর্জেন্টাইন ফুটবলার কার্লোস বিয়ানচি ১৯৭৮ সালে ৩৯ গোল করেছিলেন।

ইব্রার পারফরমেন্সে প্যারিস সেঁ জার্মেই লিগ শিরোপা ধরে রাখতে পেরেছে। বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। ১৩ বছরের মধ্যে ৯টি জাতীয় লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। ইব্রা এর আগে খেলেছেন আয়াক্স, জুভেন্তাস, ইন্টারমিলান, বার্সেলোনা ও এসি মিলানে।

- See more at: http://www.thereport24.com/?page=details&article=25.33282#sthash.OSv3hyDe.dpuf