নিউজ ডেস্ক : বিমান চলাচল বন্ধ থাকায় ইয়েমেন থেকে ফিরতে পারছেনা ২ বাংলাদেশি প্রকৌশলী। যুদ্ধের কারণে ওই দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে বলেও তারা জানায়। দেশটিতে বাংলাদেশি দূতাবাস না থাকায় কোনো ধরণের সহয়াতাও পাচ্ছে না তারা। ২ প্রকৌশলীর মধ্যে একজনের নাম গোলাম মোস্তফা ও অপর জনের নাম সিরাজুল ইসলাম। প্রকৌশলী গোলাম মোস্তফা ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে সহযোগিতা চেয়েছেন।

তিনি জানিয়েছেন, ইয়েমেনের রাজধানীর সানায় শাহরান নামক একটি হোটেলে অবস্থান করছেন তিনি। এবং এর পাশেই অন্য একটি হোটেলে রয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম।

তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায়। তার স্ত্রী এবং দুই ছেলে মোহাম্মদপুরের শেখেরটেকের ১২ নম্বর রোডে থাকেন। গোলাম মোস্তফার পাসপোর্ট নম্বর এএফ-২৮৯৬৯৭৭ এবং সিরাজুল ইসলামের পাসপোর্ট নম্বর- এসি-২৫৪৫৭৭৪। যে হোটেলে তিনি অবস্থান করছেন সেটির মোবাইল নম্বর- +৯৬৭১৪১৮৩২০/১/২ বলে জানিয়েছেন তিনি।

ইয়েমেনে তার মোবাইল নম্বর +৯৬৭৭৩০২৩৭৬৮৭ এবং সিরাজুল ইসলামের মোবাইল নম্বর +৯৬৭৭৩৭২৬২৭৪৬।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটিতে আমাদের দূতাবাস না থাকায় কুয়েতের দূতাবাসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে হুথি হিসেবে পরিচিত জায়েদী শিয়ারা রাজধানী সানা দখল করলে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি রাজধানী থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে চলে যান। পরে গত সপ্তাহে হুথিদের অগ্রাভিযানের ফলে দেশ ছেড়ে পালিয়ে সউদী আরবে আশ্রয় নেন।

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)