মেহেরপুর প্রতিনিধি : স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইট বোঝাই ট্রলির নিচে চাঁপা পড়ে উষা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উষা সদর উপজেলার গোভীপুর গ্রামের ওয়াসিম আলীর মেয়ে। সে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। সোমবার দুপুরে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ১২ টার দিকে গোভপুরসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী উষা স্কুল শেষ করে বাড়ি ফিরছিলো। পথেরমধ্যে সে গোভীপুর বাজারের কাছে পৌছালে রাস্তাপারাপারের সময় অপরদিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে ট্রলিতে পিষ্ট হয়ে মারা যায়। এদিকে, বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রলিটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
(ইএম/পিবি/মার্চ ৩০,২০১৫)