নাটোর প্রতিনিধি :  নাটোরের নলডাঙ্গায় ব্যবসায়ীর কর্মচারীকে গুলি করে টাকা ছিনতাই মামলার আসামী জহির উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। নলডাঙ্গা থানার পুলিশ রবিবার রাতে সদর উপজেলার ছাতনী স্লুইস গেইট এলাকা থেকে জহিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জহির সদর উপজেলার ছাতনী পুর্ব পাড়া এলাকার খোরশেদ আলম খোকার ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ৩০ জানুয়ারী নলডাঙ্গা উপজেলার মোমিনপুরে কতিপয় দুর্বৃত্ত নাটোর শহরের স্টেশন বাজার এলাকার ঘোষ ওয়েল মিলের কর্মচারী কনক ঘোষকে গুলি করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করে। এসময় ওই মিলের অপর কর্মচারী শান্ত দেবনাথও আহত হয়। ঘটনার দিন কনক ও শান্ত রাজশাহীর তাহেরপুর হাট থেকে পাওনা আদায় করে মোটর সাইকেলে নাটোরে ফিরছিলেন। পথে মোমিনপুর সরদারপাড়া এলাকায় ছিনতাইকারীরা অপর একটি মোটর সাইকেলে করে এসে পথ রোধ করে এবং কনককে গুলি করে তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান,গোপন সংবাদের ভিত্তিতে জহিরকে ছাতনী স্লুসই গেট সংলগ্ন একটি চা স্টল থেকে গ্রেফতার করা হয়।

(এমআর/পিবি/মার্চ ৩০,২০১৫)