রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার পৌর মহাশ্মশানে কালিপুজা ও প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিকালে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি উত্তম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দুবৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিক।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শৈবাল কান্তি সাহা, ডাঃ অমৃত লাল নাথ, বিশ্বেশ্বর পাল, শ্মশান কমিটির সম্পাদক উত্তম কুমার রায়, জেলা ছাত্র-যুব-ঐক্য পরিষদ সভাপতি শিমুল সাহা, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ রায়, উপজেলা সভাপতি তুষার রায়, পৌর সভাপতি সুমন কান্তি দে প্রমুখ।

বিকেলে ছাত্রযুবঐক্য পরিষদ নেতৃবৃন্দ শব বহনের জন্য একটি ভ্যান গাড়ী শ্মশান কমিটির নেতৃবৃন্দের কাছে উপহার হিসেবে তুলে দেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন প্রদীপ রায়, লিটন বড়–য়া, টিটু বড়–য়া, পালেয়, অনন্য, নিশি। রাতে মহা ধুমধামের সাথে কালি পুজা সম্পন্ন হয়।

(পিকেআর/এসসি/মার্চ ৩০,২০১৫)