চট্টগ্রাম প্রতিনিধি : মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও আলোকিত জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

সোমবার নগরীর পাহাড়তলী সি-ব্লক আবাসিক এলাকা মাঠে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ৯নং উত্তর পাহাড়তলী শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগ যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান শিশির।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ মাহমুদ বলেন, সরকার বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্য পুস্তক সরবরাহ করছে। ছাত্রীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রীদের মাসিক উপবৃত্তি ও ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, প্রায় এক লাখ ৪০ হাজার নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়েছে। দেশের অধিকাংশ বেসরকারি বিদ্যালয়গুলো সরকারি এমপিওভূক্ত

হয়েছে। তথ্য প্রযুক্তিতে ছাত্র-ছাত্রীদেরকে প্রশিক্ষিত করে বর্হিঃবিশ্বের সাথে অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দেয়া হয়েছে। সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছেন।

সংগঠনের আহবায়ক ছালেহ আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেন রিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণলীগ মহানগর শাখার সভাপতি আশরাফুল গনি চৌধুরী, আকবর শাহ থানা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোয়াজ্জেম হোসেন, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী থানা আওয়ামী লীগ সদস্য এরফান আলী।

আলোচনায় অংশ নেন ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম টিটু, এসএম কালাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক সানোয়ার হোসেন, এনজিও ও প্রকল্প বিষয়ক সম্পাদক ফয়সাল চৌধুরী রিজভী, সদস্য আবু জাফর, মাহমুদ উল্লাহ, আকবর শাহ থানার আহবায়ক নাজমুল হাসান পাঠোয়ারী, বায়েজীদ থানার যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বাদশা, সদরঘাট থানার যুগ্ম আহবায়ক মো. হারুন, পাঁচলাইশ থানার যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন শীল, ১৩নং ওয়ার্ড আহবায়ক কামরুল হাসান, ছাত্রলীগ নেতা ইমাম রহমান, মোহেদী হাসান, নোহাস, আল আমীন, ৯নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক সোহাগ, শাকিল, জাহাঙ্গীর আলম বাবু, শান্ত প্রমূখ।
সভা শেষে প্রধান অতিথি শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৫)