নোয়াখালী প্রতিনিধি : সূবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়নে যাত্রবাহী সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে সোনাপুর- চেয়ারম্যানঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- সূবর্ণচর উপজেলার চরলক্ষ্মী ইউনিয়নের আক্তার মিয়ারহাট এলাকার জেবল হকের ছেলে রিপন (২৩), আব্দুল হকের ছেলে বাপ্পী (১৯), কবিরহাট উপজেলার আবুল হোসেনের ছেলে ইয়াছিন (২৫), হাতিয়া উপজেলার আফাজিয়া এলাকার সিরাজ উদ্দিনের স্ত্রী শেফালি বেগম (৩০), নূর জাহান (৬০), জামসেদের স্ত্রী মর্জিনা আক্তার (২৫) ও ইসমাইল হোসেনের স্ত্রী সকিনা খাতুনসহ (৪০) আট জন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা সোনাপুরের দিকে আসছিল। পথে সূবর্ণচর উপজেলার চরআমানউল্যা ইউনিয়নের সোনাপুর- চেয়ারম্যানঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথা এলাকায় সোনাপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান অটোরিক্সাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুছড়ে যায় এবং পিকআপ ভ্যানটি উল্টে যায়। এ সময় অটোরিক্সা চালকসহ অন্তত ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

চরজব্বর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল কবির সড়ক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)