লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার রামগঞ্জে নিহত ব্লগার ওয়াশিকুর রহমানের নিজ বাড়ি সংলগ্ন দায়গড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় তার দাফন সম্পন্ন করা হয়।

এ দিকে নিহতের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। মেধাবী ছাত্র ও বিনা অপরাধে ওয়াশিককে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।

একই সঙ্গে ব্লগারদের হত্যার ষড়যন্ত্র বন্ধ ও দ্রুত হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন লক্ষ্মীপুর গণজাগরণ মঞ্চের মুখপাত্র অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াশিকুর রহমান তার দক্ষিণ বেগুনবাড়ির বাসা থেকে কর্মস্থল মতিঝিল ফারইস্ট ট্রাভেল এজেন্সি অফিসে যাওয়ার জন্য বের হলে ৩ জন তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

(ওএস/পিবি/মার্চ ৩১,২০১৫)