বিনোদন ডেস্ক : বলিউডে ‘ডার্টি পিকচার’, ‘কাহানি’র মতো সিনেমা করে যখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন, তখন নিজের ভাষায় বা পিছিয়ে থাকবেন কেন বিদ্যা বালান? তামিল বিদ্যার মাতৃভাষা আর খুব শিগগির এই ভাষায় সিনেমা শুরু করতে যাচ্ছেন বিদ্যা বালান। এ জন্য তিনি পরিচালকের সাথে চুক্তিও করেছেন।

সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে তিনি জানালেন, তামিল সিনেমা ছিল তার জীবনের স্বপ্ন। কিন্তু, ভালো মানের চিত্রনাট্য না পাওয়ায় তিনি এখনো এ ভাষায় সিনেমা করতে পারেননি। এদিকে পরিচালক কমল হাসানের পক্ষ থেকেও জানানো হয়েছে, সিনেমায় বিদ্যার পরিবর্তে অন্য কাউকে আনার কথা তিনি আপাতত ভাবছেন না। কমল হাসানের পরবর্তী সিনেমাতেই বিদ্যা থাকছেন বলে ধারনা করা হচ্ছে।

২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে তার অভিষেক ঘটে। ‘হেই বেবি’ ও ‘কিস্মত কানেকশন’ এমন গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত হলেও ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’,’ডার্টি পিকচার’, ‘কাহানি’তে প্রশংসনীয় অভিনয় করে তিনি পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। ‘ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৫)