নীলফামারী প্রতিনিধি : আজ থেকে জলঢাকা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হইল। এরপরে কোথায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে।  মঙ্গলবার সকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে গণসমাবেশের মধ্য দিয়ে এর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষনা করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশ, উদায়ঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সহযোগীতায় বাল্য বিবাহ মুক্ত জলঢাকা ঘোষনা করা হয়। বাল্যবিবাহ মুক্ত ঘোষনাকে কেন্দ্র করে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগী নারী পুরুষ, বে-সরকারী সংস্থা, উপজেলার বিবাহ রেজিষ্ট্রার, মৌলভী, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে গনসমাবেশে যোগদান করেন। এ সময় পুরো স্টেডিয়াম মাঠ জনসমুদ্রে পরিনত হয়। গণসমাবেশে জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব। বক্তব্য রাখেন নীলফামারী পুলিশ সুপার জোবায়েদুল রহমান, জলঢাকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ভাইসচেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, রিভা আমজাদ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা: হৃষিকেশ সরকার, উদয়ঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া নরওয়ের অসলো ফ্রিডম ফোরামে শিশু কনভেনশনে অংশগ্রহন কারী আর্জিনা, সম্প্রতি বাল্য বিয়ে প্রতিরোধ ও ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করায় শিশু সংগঠক হিসাবে জাতিসংঘে ইউথ ক্যারেজ এ্যাওয়ার্ড পুরস্কারে ভুষিত কেশব রায় প্রমুখ।

(এইচকেএম/পিবি/মার্চ ৩১,২০১৫)