বিনোদন ডেস্ক : ব্রিটেনে সেরা ফেমিনিস্ট আইকন হিসেবে নির্বাচিত হলেন অ্যাঞ্জেলিনা জোলি। ধর্ষণের বিরুদ্ধে তাঁর ক্যাম্পেনই তাঁকে দিল এই শীর্ষ খেতাব। দ্বিতীয় স্থানে আছেন ‘হ্যারি পটার’ ছবির অভিনেত্রী এমা ওয়াটসন।

‘রোজ অ্যান্ড উইলার্ড’ নামে এক ফ্যাস হাইসের তরফে এক সমীক্ষার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দেশের মধ্যে সমীক্ষা করেই সকলের বিচারে অ্যাঞ্জেলিনা সেরা নির্বাচিত হয়েছেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তার ক্যাম্পেনকে যেভাবে অ্যাঞ্জেলিনা ধর্ষণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন তাতে এই সম্মান তার প্রাপ্যই ছিল। তাছাড়া শুধু ওম্যান এমপাওয়ারমেন্ট নয়, নারীত্বের সেলিব্রেশন যেভাবে অ্যাঞ্জেলিনা নিজের জীবনের মাধ্যমেও পালন করেন তাতে তিনিই যে সেরা ফেমিনিস্ট হবেন এ যেন প্রত্যাশিতই ছিল তাঁদের কাছে। মানুষের ভোট সিলমোহর দিয়েছে সেই আশাতে।

দ্বিতায় স্থানে থাকা এমা ওয়াটসনের ক্যাম্পেনের নাম ছিল ‘হি ফর শি’। নারী পুরুষকে পাশাপাশি রাখার এমার প্রয়াস স্বীকৃতি পেল। এছাড়া সেরা ফেমিনিস্টের তালিকায় আছেন টেলর শিফট, বেয়ন নোলস, প্যাট্রিসিয়া আর্কেট প্রমুখ।

(ওএস/এটিআর/মার্চ ৩১, ২০১৫)