কালিয়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার একটি বিদ্যালয়ের নাম নড়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ভবনটি এমনই জরাজীর্ন হয়ে পড়েছে যে,যেকোন সময় ছাত্র শিক্ষকের মাথার উপর ভেঙ্গে পড়তে পারে। ওই ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নড়াগাতি থানায় সাধারন ডায়রি করলেও উপজেলা শিক্ষা বিভাগের টনক নড়েনি বলে অভিযোগ।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে,ওই বিদ্যালয় ভবনের ছাদের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদ ভেঙ্গে পড়তে শুরু করেছে,দেওয়ালের পলেষ্টার ঝরে পড়াসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষিকা কর্মরত আছেন। দেড় শতাধিক ছাত্র,ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে আসে। জীবনের ঝুকি নিয়েই ঝুকিপূর্ন ভবনে পাঠদান ও দ্যিাভ্যাস করছেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিকদার আবুল হোসেন বলেছেন,নির্মানের পর মেরামত না করায় ভবনটির ওই জীর্নদশা হয়েছে। যে কোন সময় ধ্বসে পড়ে জীবন হানি ঘটতে পারে। তাই তিনি নড়াগাতি থানায় জিডি করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক বলেছেন,ঘটনাটি তিনি সহ উর্দ্ধতন কতৃপক্ষ জেনেছেন। তিনি সহ উর্দ্ধতন কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

(এমএম/পিবি/মার্চ ৩১,২০১৫)