বরগুনা প্রতিনিধি:বরগুনার বামনা উপজেলার তিনটি  এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের জন্য উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত প্রবেশ পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বামনা প্রেসক্লাবের এক জরুরী সভায় নিন্দা ও প্রতবাদ জানানো হয়েছে।

জানা যায় ,বরগুনার বামনা উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ মঙ্গলবার(৩১মার্চ) সকাল ১১টায় বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলালকে মোবাইলফোনে জানান যে, এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের জন্য তালিকা জমা দিয়ে আমার স্বাক্ষরিত প্রবেশপত্র নিয়ে আগামীকাল বুধবার পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করবেন।

উপজেলা নির্বাহী অফিসারের এরকম নির্দেশনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা ও মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। ইউএনও নির্দেশনার নিন্দা ও প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বামনা প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জহিরুল আলম রুমি, মোঃ নাসির মোল্লা, ক্রীড়া, পাঠাগার ও প্রচার সম্পাদক মোঃ মনজুরুর হক বাক্কী, সদস্য মোঃ হাবিবুর রহমান, নির্ঝর কান্তি বিশ্বাস ননী প্রমূখ।


(এমএইচ/এসসি/মার্চ৩১,২০১৫)