মাগুরা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনার দাবিতে গতকাল মঙ্গলবার মাগুরায় চৌরঙ্গী মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, স্বপ্নিল ফাউন্ডেশনের আব্দুল হালিম, জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন, ইসাডোর পরিচালক আবু ইমাম মোঃ বাকের ও ডা. কাজী তাসুকুজ্জামান।

মানববন্ধনে প্রত্যেক বক্তা জেলাবাজেট এবং জেন্ডার বাজেটের মত একটি প্রথক জলবায়ু প্রণয়ন, ৫ম বার্ষিকী পরিকল্পনায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা জাতীয় বাজেটে জলবায়ু ট্রাষ্ট তহবিলের গঠন সহ মোট ৮ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সমাজসেবী শিক্ষক, ইমাম, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

(ডিসি/এসসি/মার্চ৩১,২০১৫)