ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেনের বরখাস্ত আদেশ প্রত্যাহার হলেও তার বিরুদ্ধে ২৯ মার্চ ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত মেয়র প্রনব কুমার নাথ ভানু গুলিবর্ষনের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করার কারনে তিনি দ্বায়ীত্ব নিতে পাছেন না। গ্রেফতার এড়াতে মেয়র আত্মগোপনে রয়েছেন।

৩০ মার্চ সোমবার রাতে পৌরকাউন্সিলর মাহাবুবুজ্জামান স্বপনের বাস ভবনে বোমা হামলা চালানোর ঘটনায় মেয়র আফজাল সহ তার সমর্থকদের বিরুদ্ধে আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন বোমা বিস্ফোরন ও চাঁদাবাজীর মামলায় দীর্ঘ দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্ত হলে আবার শুরু হয় কাউন্সিলরদের সাথে বিরোধ।

পৌর মেয়র গ্রুপ বনাম ভারপ্রাপ্ত মেয়র সহ কাউন্সিলর গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার আশংকায় গতকাল সকাল থেকে পৌরকার্যালয়ে র‌্যাব-পুলিশের একাধিক টিমকে পৌর এলাকায় অবস্থান নেয় এবং সন্ধ্যা পর্যন্ত টহলরত থাকার কারনে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

(এএম/এসসি/মার্চ৩১,২০১৫)