মেহেরপুর প্রতিনিধি : গাঁজা রাখার দায়ে ৫ জনের অর্থ ও ২ জনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। কারাদন্ড প্রাপ্ত ২ জন হলো মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড পাড়ার মোসাররফ হোসেনের ছেলে জুয়েল ও থানা পাড়ার সুবোল শাহার ছেলে ইন্দ্রজিত শাহা । এছাড়া অর্থ দন্ড প্রাপ্তরা হলো বাসষ্ট্যান্ড পাড়ার টগরের ছেলে মনির, বড়বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে আসাদুল, ফুলবাগান পাড়ার চায়েন শেখের ছেলে রুস্তুম, থানা পাড়ার আব্দুল হান্নানের ছেলে হারুন এবং কোর্ট পাড়ার রুহুল আলীর ছেলে সজল।

বুধবার সন্ধায় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিবুল আলম পৃথক পৃথক আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক রাজিবুল আলম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৫ ধারায় দোষী সাবাস্থ্য হওয়ায় জুয়েল কে ১৫ দিন, ইন্দ্রজিত শাহা কে ১০ দিন কারাদন্ড দেওয়া হয়। একই সাথে মনিরের ৩ হাজার টাকা, আশাদুলের ৫ হাজার টাকা, রুস্তমের ২ হাজার টাকা, হারুনের ৫ হাজার টাকা এবং সজলের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, মেহেরপুর সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গাঁজা সহ আটক করে।

(ইএম/পিবি/এপ্রিল ০২,২০১৫)