কার্ডিফ থেকে আজাদুর রহমান : বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৪তম জাতীয় দিবসে ২৬শে মার্চ প্রথম প্রহরে সেন্ট্রাল লন্ডনের আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকে’র পক্ষ থেকে মহান শহীদানদের প্রতি শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

বৃটেনের ওয়েলস কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলস কমিউনিটি সংগটক জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ, নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি কমিউনিটি লিডার শেখ তাহির উল্ল্যাহ, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র ডেপুটি কনভেনার ৭১ এর বীর মু্িক্তযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, নিউপোর্ট যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহ মো: শাফি কাদির, সোয়ানসী যুবলীগের সেক্রেটারী ফেরদৌস রহমান, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে কার্ডিফের ডেপুটি কনভেনার লিলু, মিয়া, ডেপুটি কনভেনার আলমগীর আলম, জেনারেল সেক্রেটারী জাহির উদ্দিন আলী, যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, শামীম আহমদ, বদরুল মনসুর, শাহ ফয়েজ প্রমুখ।

ওয়েলস কমিউনিটি সংগঠক মকিস মনসুর আহমদ কেন্দ্রীয় শহীদ মিনারে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

(এএস/এপ্রিল ০২, ২০১৫)