মদন (নেত্রকোণা)  প্রতিনিধি : নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের তলার হাওড়ে বুধবার রাতে শিলা বৃষ্টিতে ৩শ হেক্টর বোরো জমির অর্ধপাকা ধান বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ এক ফসলী এলাকার কৃষকরা নতুন ধান কাটার আগেই শিলা বৃষ্টিতে তাদের জমির বোরো ধান ক্ষতিগ্রস্থ হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে হাহাকার ও কান্নার রুল বইছে।

জানা যায়, চলতি বোরো মৌসুমে মদন পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ১হাজার ৬শ ৯০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। বুধবার রাতে হালকা বৃষ্টিপাতের সাথে ঘন শিলা বর্ষিত হয়। এতে উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতি, তলার হাওড়ের কয়রা, বুরবুরিয়া কান্দা, রামনগর কান্দা, পেকুয়াসহ কয়েকটি স্থানে ৩শ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়। ফতেপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক হারেছ উদ্দিন কান্না জড়িত কন্ঠে জানান, এবার ৫০ একর জমিতে বি,আর-২৮ জাতের বোরো ধান রোপন করেছিলাম এবং ভাল ফলনও হয়েছিল। কিন্তু সর্বনাশা শিলায় আমার সম্পূর্ণ জমির ফসল বিনষ্ট করেছে। সারা বছর কি খাব, কি দিয়ে সন্তানদের লেখাপড়া করাবো বলে আহাজারি করেন।
কৃষি অফিসের সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম শিলায় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার সত্যতা স্বীকার করেন বলেন, তলার হাওড়ের ৮/৯টি স্থান পরিদর্শন করে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার দৃশ্য দেখতে পাই। বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ক্ষয়ক্ষতির খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম, এ হারেছ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের সম্ভাব্য সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

(এমএ/পিবি/এপ্রিল ০২,২০১৫)