নওগাঁ প্রতিনিধি :  বুধবার রাতে নওগাঁর নওহাটা ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চৌমাশিয়া-ধনজইল পাকা সড়কের চৌমাশিয়া (নারাপুকুর) এলাকা থেকে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দেলোয়ার (৪২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে।

নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস, আই হাকিম জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের মৃত শফি সরদারের পুত্র। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এব্যাপারে বুধবার রাতেই মহাদেবপুর থানায় মামলা দায়ের হয়েছে।
(বিএম/পিবি/এপ্রিল ০২,২০১৫)