স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়িার লীগ (আইপিএল) ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ এপ্রিল কোলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুধবার এ কথা জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বলিউডের ‘বড় তারকারা’ অংশ নেবেন। তবে কোন কোন তারকা অংশগ্রহণ করবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর জানান, ‘অংশগ্রহণকারী তারকাদের নাম খুব শিগগিরই জানানো হবে।’ কোলকাতায় আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে কোলকাতা নাইট রাইডার্স।

(ওএস/এটিআর/এপ্রিল ০২, ২০১৫)