চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থেকে বৃহস্পতিবার তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকা থেকে শরিফুল হক ওরফে কাজলকে (৫০) গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, শরিফুলের বিরুদ্ধে বাকলিয়া থানায় খুনসহ ১১টি মামলা রয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, 'বাকলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী শরিফুল হক। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে।'

(ওএস/এটিআর/এপ্রিল ০২, ২০১৫)