স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী বুধবার বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে টেস্ট ক্রিকেট থেকে তার অবসরের ভাবনা পুনর্বিবেচনা করতে এবং তাকে আরো এক বছর খেলা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।

নেভিন দিশানায়েক সাংবাদিকদের জানান, সরকার আশা করছে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখানো ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা শ্রীলংকা ক্রিকেটকে শক্তিশালী করার জন্য আরো কিছু দিন টেস্ট ক্রিকেট অব্যাহত রাখবেন।

কলম্বোতে মন্ত্রী সাংবাদিকদের কাছে বলেন, ‘দেশের ক্রীড়া মন্ত্রী হিসেবে কুমার সাঙ্গাকারার কাছে আমার বিনীত অনুরোধ তিনি যেন তার অবসর ভাবনা পুনর্বিবেচনা করেন এবং দেশের জন্য আরো এক বছর খেলা অব্যাহত রাখেন।’

মন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ চলাকালে নিউজিল্যান্ডে আমি তার (সাঙ্গাকারা) সঙ্গে কথা বলেছি। ক্রিকেট প্রশাসন নিয়ে তিনি খুবই হতাশ এবং অসুখি। এখন সেখানে পরিবর্তন এসেছে এবং তার মত পরিবর্তন হতে পারে বলে আমি আশা করছি।’

(ওএস/এটিআর/এপ্রিল ০২, ২০১৫)