নিউজ ডেস্ক : আগামী রবিবার দেশে ফিরছেন লিবিয়ায় অপহরণের শিকার ২ বাংলাদেশি জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ত্রিপোলিতে পৌঁছে গতকাল রাতে পরিবারের কাছে ফোন করে একথা জানান হেলাল উদ্দিন।

 

এদিকে তাদের ফেরার কথা গণমাধ্যমে নিশ্চিত করেছেন ত্রিপোলিস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল শহিদুল হক।

তিনি জানান, তারা এবং ঘানার এক নাগরিককে গতকাল ত্রিপোলিতে আনা হয়। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হয় কে তাদের নিয়ে গিয়েছিল। কিন্তু তারা নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। শুধু বলেছেন, মুখোশধারীরা তাদের নিয়ে যায়। তাদের সার্বক্ষণিক পাহারায় যারা ছিল তারাও মুখোশ পরিহিত। রাষ্ট্রদূত জানান, কোম্পানি তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করছে। গতকাল লিবিয়ার স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তাদের মাল্টা পৌঁছানোর কথা। সেখানে দুদিন অবস্থান করার পর রোববার আন্তর্জাতিক ফ্লাইটে করে তারা ঢাকা পৌঁছাবেন।

উল্লেখ্য, গত ৬ই মার্চ লিবিয়ার আল ঘানি নামে একটি তেলক্ষেত্র থেকে অস্ত্রধারীরা ২ বাংলাদেশীসহ ৯ জনকে অপহরণ করে। এরপর ১৮ দিন নিখোঁজ থাকার পর গত ২৪শে মার্চ বন্দিদশা থেকে মুক্ত হয়ে বাড়িতে ফোন করেন হেলাল উদ্দিন।

(ওএস/এটিআর/এপ্রিল ০৩, ২০১৫)