নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন থেকে শীর্ষ সন্ত্রাসী ও কবির বাহিনীর প্রধান কবির হোসেনের (৩২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম রামনারায়ণপুর সড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কবির হোসেন উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের সামছুল হকের ছেলে। তিনি শীর্ষ সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান ও বাচ্চু বাহিনীর সাবেক সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন পশ্চিম রামনারায়ণপুর গ্রামের আনি জমাদার বাড়ির দক্ষিণে সড়কের পাশের একটি ধান ক্ষেতের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।

মৃতদেহের বুকে দুইটি গুলির চিহ্ন রয়েছে। পরে মৃতদেহটি সনাক্ত হলে পুলিশে খবর দেওয়া হয়।

চাটখিল থানার ওসি নাসিম উদ্দিন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল লক্ষ্মীপুর সীমান্তবর্তী হওয়ায় মৃতদেহ থানায় আনতে দেরি হচ্ছে।

নিহত শীর্ষ সন্ত্রাসী কবিরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ থানায় ১০টির অধিক মামলা রয়েছে।

(ওএস/এটিআর/এপ্রিল ০৩, ২০১৫)